ঝিনাইদহের নবগঙ্গা নদীতে তালের ডোঙ্গা বাইচ অনুস্ঠিত ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪|| গতকাল শুক্রবার ধোপাঘাটা-গোবিন্দপুর মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে গতকাল সকালে এ ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় নদীর তীরে দাড়িয়ে নানা বয়সে বিপুল দর্শক উপভোগ করে এই বাইচ প্রতিযোগিতা।
শহরের গোবিন্দপুর এলাকা থেকে বাইচ শুরু হয়ে ০২ কিলোমিটার দুরের ধোপাঘাটা এলাকায় শেষ হয়। একে অপরকে পিছনে ফেলে সামনের দিকে ছুটে চলা। আর এতে উৎসাহ যোগায় নদীপাড়ে থাকা শতাদিক দর্শনার্থী।
এতে অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকার মোট ২২টি ডোঙ্গা । এই প্রতিযোগিতা খুবই উপভোগ্য বাংলার গ্রামীণ ঐতিহ্য কতটা সমৃদ্ধশীল দেখলেই বোঝা যায়।
তবে এলাকাবাসী বলেন, দখল আর দুষণে নবগঙ্গা তার যৌবন হারিয়েছে। সরকার যদি এই দখলদারদের উচ্ছেদ করে নদী খনন করে তাহলে এ ধরনের আয়োজন আরো ব্যাপক পরিসরে ও ভালো ভাবে করা সম্ভব।
পরে বিজয়ীদের মধ্যে মোবাইল ফোন,টর্চ লাইট,ও ছাতা পুরস্কার হিসাবে দেওয়া হয়।
পরে বিজয়ীদের মধ্যে মোবাইল ফোন,টর্চ লাইট,ও ছাতা পুরস্কার হিসাবে দেওয়া হয়।
No comments
please do not enter any spam link in the comment box.