ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪|| সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতার লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার সহযোগিতায় এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়াদান ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন কলাকুশলীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়াদান ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে আজকের এই মহড়া জনসচেতনতায় ব্যাপক ভূমিকা পালন করবে। সরকার দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সর্বত্র সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। ফলে এখন দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কম হচ্ছে। আমাদের সার্বিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.