রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে খুলনা বিভাগ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ২১তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে খুলনা বিভাগ।
প্রথম সেসনে ম্যাচটিতে শেষ দিন জয়ের জন্য ১০৮ রান করতে হতো খুলনাকে। আগের দিন ১ উইকেট হারিয়ে খুলনা সৌম্য সরকারের হাফসেঞ্চুরিতে ভর করে খুলনা জয় তুলে নেয়।
আগের দিন অপরাজিত থাকা ইমরুল কায়েস খুব বেশি কিছু করতে পারেননি শেষ দিনে আউট হয়েছেন ২২ রানে। অপরপ্রান্তে থাকা সোম্য তখন খেলে জয় তুলে নিয়েছেন। সঙ্গে মিঠুন ২৭ রানে আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়েন মিরাজকে সঙ্গে নিয়ে। মিরাজ অপরাজিত থাকেন ১৪ রানে। খুলনা জয় নিশ্চত করে ৩ উইকেট হারিয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৬১ রান করেছিল রাজশাহী, খুলনা ৩০৯ রানে অলআউট হলে প্রথম ইনিংসে ৪৮ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংস পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামলে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় রাজশাহী। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত রাজশাহী গুটিয়ে গেছে ১৭০ রানে।
তারপর জয়ের জন্য ১২৩ রানের টার্গেট পায় খুলনা। খুলনার পক্ষে আল-আমিন-রাজ্জাক ৪টি ও মোস্তাফিজ ২টি উইকেট নেন।
No comments
please do not enter any spam link in the comment box.