ঝিনাইদহে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ০২ নারী নিহত ||আহত হয়েছে ০৯ জন || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ০২ নারী নিহত আহত হয়েছে আরো ০৯ জন।
গতকাল শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার যশোর মহাসড়কের লাউদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে ৯জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি মহেন্দ্র ঝিনাইদহ শহর থেকে যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। লাউদিয়া এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মহেন্দ্রটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই ২জন মহেন্দ্রার নারী যাত্রী নিহত হন।এরপর ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের এক চায়ের দোকানে ধাক্কা দেয়।
এ ঘটনায় চায়ের দোকানদারও আহত হন। এছাড়া অন্য আহত সবাই মহেন্দ্রযাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিসের ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।
চালকের আসনে বসা ট্রাকের হেলপার সাগরকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।ট্রাকটি আটক করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.