ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ৪ থেকে ৬ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা
দ্বিতীয় শিফট সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা
তৃতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা
চতুর্থ শিফট বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবছর ৪টি ইউনিটের অধীনে ৮টি অনুষদে মোট ৩৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২৩০৫টি আসনের জন্য আবেদন করেছে ৬১ হাজার ৯৪২ জন শিক্ষার্থী।
পরীক্ষার প্রথম দিন ৪ নভেম্বর প্রথম শিফটে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।একই দিন দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প
দ্বিতীয় দিন ৫ নভেম্বর ৪ শিফটে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও তৃতীয় দিন ৬ নভেম্বর চার শিফটে বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুরা আগামী ১৬ অক্টোবর থেকে ১লা নভেম্বরের মধ্যে অনলাইনে প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
No comments
please do not enter any spam link in the comment box.