ব্র্যাক ব্যাংকে চাকুরির সুযোগ ||বেতন ২৩ হাজার টাকা ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ব্রাক ব্যাংকে রিলেশনশীপ অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হবে।আবেদনের শেষ সময় আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত।
১|প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক লিমিটেড
২|বিভাগের নাম: এসএমই ব্যাংকিং ডিভিশন
৩|পদের নাম: রিলেশনশিপ অফিসার
৪|শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
৫|দক্ষতা: যোগাযোগ ও মোটরসাইকেল চালনায় দক্ষ
৬|অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
৭|বেতন: ২৩,০০০/= টাকা
৮|চাকুরীর ধরন: ফুল টাইম
৯|প্রার্থীর ধরন: নারী-পুরুষ
১০|বয়স: নির্ধারিত নয়
১১|কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০১৯ইং।
No comments
please do not enter any spam link in the comment box.