খুলনায় বসতি দিবস ২০১৯ পালিত ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪|| বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’ এবারের প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো গতকাল (সোমবার) খুলনায়ও বিশ্ব বসতি দিবস ২০১৯ পালিত হলো।
দিবসটি পালন উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
র্যালি শেষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সকালে সার্কিট হাউস সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। বর্জ্যকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায় তা নিয়ে সকলের ভাবতে হবে। নগর উন্নয়নে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাথাপিছু প্রতিদিন ৫০০ গ্রাম বর্জ্য উৎপাদন হয়। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন পাঁচশ থেকে ছয়শ টন বর্জ্য তৈরি হয়। তাঁরা আরও বলেন, বাসা বাড়ির বর্জ্যকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে। রূপকল্প ২০২১ ও ২০৪১ এর আলোকে সরকার টেকসই ও পরিবেশবান্ধব নগরায়ণ গড়তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যত প্রজন্মের জন্য পরিকল্পিত, নিরাপদ এবং বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.