খুলনা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার ||খুলনার খবর২৪
![]() |
খুলনার খবর২৪|| সাম্প্রতিক ভোলার ঘটনাকে কেন্দ্র করে ফেজবুকে স্ট্যাটাস দেওয়ার কারনে খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মোঃ মুনির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার আনুমানিক রাত ১২টারও পরে তাকে নগরীর দোলখোলাস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ। এবং পরদিন সোমবার বিকেলে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ভোলার ঘটনাসহ কয়েকটি বিষয়ে ফেসবুক পোস্টের কারণেই খুলনা সদর থানার এসআই শরিফুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন এসআই মো. সাইদুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাইদুর রহমান বলেন, তার ফেসবুক স্ট্যাটার্স ছিল উস্কানিমূলক। তার কাছ থেকে আরো তথ্য উপাত্ত সংগ্রহের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম বাহার বুলবুল বলেন, ফেসবুকে ভোলার ঘটনার সাথে পুলিশ কর্মকর্তাদের ছবি পোস্ট দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। যা আইনত অপরাধ। যে কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.