খুলনায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খুলনার খবর// খুলনা জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।আজ শনিবার বেলা ১১ টা ৫৫ মিনিটে নগরীর হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গাওয়া হয় জাতীয় সংগীত। জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রধান অতিীথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ, ফ, ম বাহাউদ্দিন নাসিম ও খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালহউদ্দিন জুয়েলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর বেলুন ও কবুতর উড়ানো হয়।
সম্মেলন উপলক্ষে সারাদিনই নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।জেলা ও মহানগর পর্যায়ে নানা রংয়ের ব্যানার,ফেস্টুন নিয়ে নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় খুলনা মহানগর।খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটসহ আওয়ামী লীগ অফিসের আশেপাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ আইল্যান্ডকে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে ক্লীন ইমেজের নেতৃত্ব আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সম্মেলনের উদ্বোধক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। সকলকে একসাথে কাজ করতে হবে। দলের মুখ্য ভূমিকায় দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য,দীর্ঘ ১৫ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন সাবেক ছাত্রনেতা মীর বরকত আলী ও এম এ নাসিম। সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেল ও আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়।
সম্মেলনের বিষয়ে সভাপতি প্রার্থী মীর বরকত আলী জানান, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে। কাউন্সিলে নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা দিলে স্থানীয় নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।
অপর সভাপতি প্রার্থী এম এ নাসিম জানান, নেতৃত্ব নির্বাচনে মূল দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নীতি নির্ধারকের বাইরে তার নিজস্ব কোন মতামত নেই।
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগে সভাপতি প্রার্থীরা হচ্ছেন, মো: মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রেজা। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, রাসেল ভুলু ও আজিজুর রহমান রাসেল।
২০১৯ জেলা কমিটির সর্বশেষ সম্মেলনে মালিক সরোয়ারকে আহবায়ক, মো: মোতালেব হোসেন ও খান সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০২০ সালে মালিক সরোয়ারের মৃত্যুর পর এ পদ শূন্য রয়েছে।
২০০৬ সালে নগর কমিটির সর্বশেষ সম্মেলনে শেখ মোশারেফ হোসেনকে সভাপতি ও জেড এ মাহমুদ ডনকে সাধারণ সম্পাদক ও মীর বরকত আলীকে সিনিয়র সহ-সভাপতি করে কমিটি গঠন করা হয়।সম্মেলন এখনো চলছে.....
No comments
please do not enter any spam link in the comment box.