জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের সাথে যশোরেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গণপরিবহ না চলার সুযোগে জরুরি কাজে বের হওয়া মানুষের পড়েছেন বিপদে । নিরুপায় হয়ে অনেকে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।বারোটা টায় শহরের মণিহার, শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও খাজুরা বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায়, যাত্রীরা তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্যে বাসস্ট্যান্ড এলাকায় টিকিট করতে এসে দেখেন বাস চলছে না। হুট করে দেওয়া এমন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে অটোরিকশার, ভ্যান ও ইজিবাইক চালকরা। যে জায়গার ভাড়া সাধারণ সময়ে ১৫ টাকা ছিল সেই জায়গায় এদিনে তারা ২৫ থেকে শুরু করে ৩০ টাকা চাচ্ছেন।
সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত যাতে এই ধর্মঘট প্রত্যাহার করে তাদের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়। খাজুরা বাস স্ট্যান্ডে যাত্রী পিন্টু সাহা জানান, তিনি মাগুরা যাবেন এক আত্মীয় বাড়ি বেড়াতে। সকালে বাস স্ট্যান্ডে এসে জানতে পারেন, পরিবহন ধর্মঘট। কোনো বাস চলবে না। যশোর থেকে মাগুরা পর্যন্ত বাস ভাড়া ৫০ টাকা। বাস বন্ধ থাকায় ইজিবাইকে ভাড়া দাবি করছে একশ’ টাকা। কোনো উপায় না থাকায় ওই টাকা দিয়েই তাকে গন্তব্যে যেতে হচ্ছে।ইজিবাইক চালক মোহাম্মদ রহমান মিয়া কে ভাড়া বাড়িয়ে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, পরিবহন বন্ধ থাকার কারণে তাদের আয় একটু বেশি হচ্ছে। তবে খরচও বাড়ছে। তাই জীবনের ঝুঁক নিয়ে বেশি ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।বিশ্ব নাথ নামে এক হকার জানান, তিনি যশোর থেকে বিভিন্ন জেলায় ফেরি করে মেয়েদের জামা-কাপড় বিক্রি করেন। ধর্মঘটে তাদের মতো গরিবদের কতটুকু কষ্টতে পড়তে হয় সেটা একমাত্র তারাই জানেন।
আজ যদি তিনি জামা-কাপড় নিয়ে গিয়ে নড়াইল বিক্রি না করতে পারেন তাহলে তার পরিবার না খেয়ে থাকবে। সরকারের কাছে অনুরোধ এই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিন।জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে গতকাল ৪ নভেম্বর ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন। তারা জানায়, জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে।যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে পরিবহন খাতের। এমন সময়ে তেলের দাম এক লাখে ১৫ টাকা বৃদ্ধি জুলুম। তাদের সংগঠনের সারাদেশের দু’শাখা ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছে। ডিজেলের দাম না কমা পর্যন্ত ধর্মঘট চলবে।
No comments
please do not enter any spam link in the comment box.