নওয়াপাড়ায় কঠোর বিধি-নিষেধের দুইদিনে প্রশাসনের ২ শতাধিক মোটরসাইকেল জব্দ
প্রনয় কুমার দাস, অভয়নগর প্রতিনিধি।। করোনা সংক্রমণ বিস্তার রোধে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে চলছে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ।
মাঠপর্যায়ে বিধি-নিষেধ বাস্তবায়নে অভয়নগর উপজেলা প্রশাসন, নওয়াপাড়া পৌর কতৃপক্ষ ও অভয়নগর থানা পুলিশের রয়েছে ব্যাপক তৎপরতা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত দুইদিন বৃহস্পতি ও শুক্রবার যশোর জেলা ট্রাফিক পুলিশ ও অভয়নগর থানা পুলিশ বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ২শতাধিক মোটরসাইকেল জব্দ করেছে।জব্দকৃত মোটরসাইকেল অভয়নগর থানা হেপাজতে রাখা হয়েছে।
অভয়নগর থানা সুত্র জানায়, নওয়াপাড়া পৌর এলাকায় চলা কঠোর বিধি-নিষেধ লংঘন, কাগজপত্রে গড়মিল, হেলমেটসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, সরকারি নির্দেশ মোতাবেক নওয়াপাড়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন।
No comments
please do not enter any spam link in the comment box.