আগামী ৩০ জুন পর্যন্ত বাড়লো সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি-খুলনার খবর
খুলনার খবর|| করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই ছুটি। আজ শনিবার (১২ জুন) শিক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকার কারণে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩০ জুন তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.