মাগুরা শহরে লকডাউন ঘোষণা- খুলনার খবর
সৈয়দ বুলবুল আহমেদ পারভেজ (মাগুরা প্রতিনিধি)||
করোনাভাইরাস শনাক্তের হার ঊর্ধ্বমুখী হওয়ায় মাগুরা শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।আজ রোববার (১৩ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ আদেশ প্রদান করেছেন।জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া শহর এলাকায় সব যান চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টার পর ওষুধ, খাবারের দোকান ছাড়া সকল দোকান ও বিপণিবিতান বন্ধ রাখতে বলা হয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুলাহ দেওয়ান জানান, মাগুরায় এ পর্যন্ত মোট ১ হাজার ৭২৬ নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধুমাত্র আজ রোববার (১৩ জুন) একদিনে আক্রন্ত হয়েছেন ১৭ জন।এই ভয়াবহ পরিস্থিতি লকডাউন জরুরি ছিলো।তবে প্রসাসনকে সচেষ্ট থাকতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.