অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক- খুলনার খবর
প্রনয় কুমার দাস, অভয়নগর প্রতিনিধি।। অভয়নগরে গত এক মাস আগে ১ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী(৭) ধর্ষণের শিকার হয়েছে।
ধর্ষণের পর ঐ শিশুকে হত্যার হুমকি দিয়ে ভয়-ভীতি দেখানোয় সে ভয়ে ধর্ষণের ঘটনাটি কাউকে বলেনি।
কিন্তু পরবর্তীতে মেয়েটির গোপনাঙ্গে ইনফেকশন দেখা দিলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফাঁস হয় ধর্ষণের ঘটনাটি।
এ ঘটনায় এক মাস পর থানায় মামলা দায়ের হলে পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুল আসামি অভয়নগর উপজেলার পায়রা গ্রামের সাফায়েত মোল্লার ছেলে মিল শ্রমিক সাজ্জাদ হোসেন (১৬) কে অভিযান চালিয়ে আটক করেছেন।গত ১৪মে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৪মে শুক্রবার বিকেলে মেয়েটি তাদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় পায়রা গ্রামের সাফায়েত মোল্লার ছেলে মিল শ্রমিক সাজ্জাদ হোসেন (১৬) ঐ শিশুটিকে টিভি দেখার নাম করে বাড়ি নিয়ে যায়। তারপর তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এবং এ ঘটনার ব্যাপারে কাউকে কিছু বললে তাকে হত্যার হুমকি দেয়।
কিন্তু পরে ঐ শিশুটির গোপনাঙ্গে ইনফেকশন দেখা দিলে গত ৫জুন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে মেয়েটিকে জিঞ্জাসাবাদ করলে সে ধর্ষণের ঘটনার বিবরণ দেয়।ঘটনা সম্পর্কে অবগত হবার পর মেয়েটির পিতা অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান এ মামলার মুল অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.