নড়াইলে মুজিববর্ষ দাবালীগ প্রতিযোগিতার উদ্বোধন
আলমগীর হোসেন, লোহাগড়া( নড়াইল)// শুভ উদ্ধোধন হল মুজিববর্ষ দাবা লিগ-২০২১। বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকালে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনরে পর নীল আকাশে বেলুন ফেস্টুন উড়িয়ে মুজিব বর্ষ দাবা লিগের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডি আই জি ডঃ খঃ মহিদ উদ্দিন বি পি এম বার।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান দিপু, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমন মিকু, পৌর মেয়র আজ্ঞুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক কৃঞ্চ পদ দাস, গ্রীন ভয়েস নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামানসহ প্রমুখ। মানসিক উন্নয়ন সাধনের মাধ্যম দাবা খেলার সম্প্রসারণে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি আই জি পি ড. বেনজীর আহমেদের জেলায় জেলায় দাবা লিগ আয়োজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে নড়াইলে এ দাবা লিগ আয়োজন করা হয়।তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০টি দলের মোট ৮০জন দাবাড়– অংশ নিচ্ছে। ফাষ্ট রাউন্ড লীগ এবং পরবর্তীতে রবিন লীগ পদ্ধতীতে এ খেলা অনুষ্ঠিত হবে।
No comments
please do not enter any spam link in the comment box.