Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আগামী ১৫ জুলাই থেকে নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট শুরু

    খুলনার খবর// খুলনা সিটি করপোরেশন আগামী ১৫ জুলাই থেকে নগরীর জোড়াগেট পাইকারি কাঁচাবাজারে কোরবানির পশুর হাট বসানোর প্রক্রিয়া শুরু করেছে।

    এবারও কেসিসির নিজস্ব ব্যবস্থাপনায় পশুর হাট পরিচালিত হবে। গত ১ জুলাই নগর ভবনে কেসিসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

    সভায় জানানো হয়, পশুর হাট ইজারার জন্য পরপর তিনবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ সাড়া দেয়নি। এজন্য বিগত বছরের মতো এবারও নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালিত হবে।

    সভায় কোরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপনকে আহবায়ক এবং ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে সদস্য সচিব করে পশুর হাট পরিচালনা কমিটি-২০২১ গঠন করা হয়। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশুর হাট পরিচালনায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানানো হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad