যশোরে কঠোর বিধি নিষেধের চতুর্থ দিনে ঢিলেঢালা লকডাউন- খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি||যশোরে করোনা রূপ খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনার সংক্রমণ রোধে যশোর শহর আশেপাশে এবং নোয়াপাড়া পৌরসভা কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসক।
চলমান বিধিনিষেধের আজ চতুর্থ দিন রোববার যশোর শহরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে কঠোর বিধি-নিষেধ।বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হতে দেখা যায় অনেককে আবার যশোরে বড়বাজার এইচএমএম রোড কাপড়ের পট্টি এম কে রোড সহ আশেপাশে শপিংমল ও বড় বাজারের দোকানপাট চুরি করে দোকানদারি করার চেষ্টা করছে।আবার প্রশাসনের লোক দেখলে দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছে।
যশোর জেলা প্রশাসনের অভিযান চালিয়ে যাচ্ছে তারা মাক্স না থাকলে মাক্স পরিয়ে দিচ্ছে এমনকি পাশাপাশি ভ্রাম্যমান ম্যাজিস্ট্রে অভিযান চালাচ্ছে। যশোর ও নোয়াপাড়া পৌর এলাকায় সাতদিনের চলমান বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে যশোর শহরের মনিহার চত্বর চোরাস্তা মোড় চিত্রার মোড় দরাটানা সহ আশেপাশে একজন এসআই চারজন কনস্টেবল আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এর ভিতর কিছু মানুষের অকারনে কঠোর অবস্থায় থাকার পরও রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়
No comments
please do not enter any spam link in the comment box.