বিধি-নিষেধে নওয়াপাড়ায় ব্যবসায়ীদের চোর-পুলিশ খেলা-খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি।। করোনা সংক্রমণ বিস্তার রোধে নওয়াপাড়া পৌরসভায় কঠোর বিধি-নিষেধের আজ রবিবার ৪র্থ দিন। কিন্তু সরকারি বিধি নিষেধের মধ্যে নওয়াপাড়ার অনেক ব্যবসায়ীরা দিনভর যেন লুকোচুরি খেলছেন। স্বাস্থ্যবিধি মানতে অনিহা অনেকের।
মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে এমন ধরনের অজুহাতও দেখাচ্ছেন অনেকে।কিন্তু কঠোর অবস্থানে আছে প্রশাসন, পৌর কতৃপক্ষ ও অভয়নগর থানা পুলিশ।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানা পুলিশ যেখানে অবস্থান করছে সেখানে বিধি-নিষেধ মানা হচ্ছে। তারা চলে গেলে ব্যবসায়ীরা ব্যাবসা প্রতিষ্ঠান খুলছে, চায়ের দোকানে ক্রেতাদের ভিড়, তিনচাকা জাতীয় যানবাহনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে।ব্যবসায়ীরা যেন প্রশাসনের সাথে লুকোচুরি খেলা খেলছে। তবে যশোর- খুলনা মহাসড়ক সংলগ্ন ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।
No comments
please do not enter any spam link in the comment box.