বেগুন ক্ষেতে গাঁজা - খুলনার খবর
সৈয়দ বুলবুল আহমেদ পারভেজ (মাগুরা প্রতিনিধি)||মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা খলিশাখালী থেকে বাবু নামে এক ব্যক্তিকে গাঁজার গাছ সহ আটক করেছে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ প্রশাসন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবু তার নিজ বেগুন ক্ষেতের মধ্যে দীর্ঘদিন ধরে এই গাঁজার গাছ গোপনে চাষ করে আসছে।আটককৃত আসামি খলিশাখালী গ্রামের মৃত কওসার মোল্লার ছেলে মোঃ বাবু (৩৬)।
No comments
please do not enter any spam link in the comment box.