Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় সমিতির সকল হিসাব বুঝে দিলেও পূর্ব শত্রুতার জেরে মারপিট আহত ৩||খুলনার খবর

    মোঃ ফসিয়ার রহমান(পাইকগাছা প্রতিনিধি)||পাইকগাছায় ক্যাথলিক মিশনের মাঠ ভরাট ও গ্রেইট নির্মান এবং সমিতির সকল আয়-ব্যায়ের সঠিক হিসাব দেয়ার পরও পূর্বশত্রুতার জেরে হামলার শিকার হয়েছে সদ্য বিদায়ী সভাপতি আগষ্টিন সরকার ও তার পরিবারের ৬ সদস্য। হামলা ও মারপিটের ঘটনায় থানায় জিডি করেছে ভূক্তভূগী আগষ্টিন সরকার।

    জিডি সূত্রে জানা গেছে, পৌর সদরের ৭নং ওয়ার্ডে খ্রিষ্টান ধর্মালম্বীদের ক্যাথলিক মিশনের মাঠ ভরাট ও মা মারিয়ার গ্রোট নির্মানের সরকারী, বে- সরকারী অনুদানের সকল আয় ব্যায় গত ২৮ ফেব্রুয়ারি সাধারণ সভায় সকলের উপস্থিতিতে জানানো হয় এবং মিশনের ফাদারের মনোনিত প্রতিনিধি মাস্টার আনন্দ মন্ডলের কাছে বুঝে দেয়া হয়। হিসাবপত্র বুঝিয়ে দেয়ার পরও প্রতিপক্ষ সাবেক সভাপতি যোহন সরদার ও তার মামা পৌল গাইন গং নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ভিভিন্ন উন্নয়নমুলক কাজে বাঁধা সৃষ্টি করে আসছে। হিসাবপত্র বুঝে দেয়ার প্রায় দেড় মাস পর শনিবার রাত ১০ টার দিকে সদ্য বিদায়ী সভাপতি  আগষ্টিন সরকার ও তার কমিটির সদস্যদের নিয়ে পৌল গাইন বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে ইসহাক সরদারের দোকানের সামনে আগষ্টিন সরকারের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে পৌল গাইন গং। হামলার খবর পেয়ে আগষ্টিনের স্ত্রী মাগদেলেনা সরকার, বড় ভাই নান্টু সরকার, ভাইপো রানা সরকার, সম্রাট সরকার, প্রিন্স সরকার ঠেকাতে গেলে তাদেকেও মারপিট করে পৌল গাইন, পলাশ গাইন, আন্দ্রীয় গাইন ও অভি গাইন গং।  মারপিটের কারণে আগষ্টিনের বড় ভাই নান্টু সেকার মারাত্বক আহত হয়। রাত ১১ টার দিকে নান্টুকে হাসপাতালে ভর্তি করে অন্যরা প্রথমিক চিকিৎসা গ্রহণ করে। পরবর্তিতে আগষ্টিন সরকার উপরুক্ত ৪ জনের নামে পাইকগাছা থানায় সাধারণ ডায়রি করে যার নং ৬০৩/১১.০৪.২০২১ ইং। 

    পাইকগাছা ক্যাথলিক মিশনের মাস্টার, আনন্দ মন্ডল বলেন, গত ফেব্রুয়ারির ২৮ তারিখ সকল হিসাবপত্র বুঝে পেয়েছি। সমিতির কিছু সদস্যদের কাছে পূর্বের লোন অনাদায় থাকার কারণে সেই লোন আদায়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে। 

    পৌল গাইন বলেন, সমিতির টাকার বিষয়ে প্রতিবাদ করলে তাকে মারপিট করা হয়।সমিতির সদ্য বিদায়ী সভাপতি আগষ্টিন সরকার বলেন। আমি নিয়ম অনুযায়ী সকল হিসাব ও ক্ষমতা হস্তান্তর করেছি।কিন্তু গত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বিভিন্ন ভাবে হয়রানী করছে পৌল গাইন গং। তারা আমাকে পুনরায় মারপিটের নকসা করছে। আমি তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad