Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা || খুলনার খবর

    খুলনার খবর||মোঃ ফসিয়ার রহমান||”সারাদেশের ন্যায়” খুলনার পাইকগাছায় করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অগ্রীম মাস্ক পড়তে উৎসাহ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ ও প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে পৌর সদরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

    আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক। পৌর সদরে ভ্যান স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

    এ সময় তিনি মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩জন ও ২ জন চাউল ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেন। আবার জনসচেতনতা বৃদ্ধি কল্পে ৫০জন জনসাধারণ ও ভ্যান চালকদের মাক্স বিতরণ করেন। তার সাথে ছিলেন, থানার এসআই শরিফুল ইসলাম ,পেশকার প্রতুল জোদ্দার, বেঞ্চ সহায়ক মোঃ আরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad