Saturday, March 15.

Header Ads

1669186348011
  • শিরোনাম সর্বশেষ

      

    পাইকগাছার আলোচিত যমুনা ইট-ভাটা বন্ধ ও ৬টি কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দিলো প্রশাসন

    .com/img/a/



    খুলনার খবর|| মোঃ ফসিয়ার রহমান || অবশেষে খুলনার পাইকগাছার আলোচিত ইট ভাটা বন্ধ ও ৬টি কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় ও 

    20210313_124848

    উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেনের তত্বাবধায়নে গত বৃহস্পতিবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটীস্থ যমুনা ব্রিকস এবং
    উপজেলার চাঁদখালীতে কয়লা তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক এর নেতৃত্বে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসারসদস্যদের সহযোগিতায় লাইসেন্স সহ অনুমোদন না থাকায় আলোচিত যমুনা ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
    20210313_124826

    অপরদিকে অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ করে কয়লা তৈরীর অভিযোগে চাঁদখালীর ৬টি কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দেওয়া হয়। অবশেষে অনুমোদন বিহীন ইট ভাটার কার্যক্রম বন্ধ ও অবৈধ কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দেওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে এ ধরণের অভিযান
    অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here

    Post Bottom Ad