Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন প্রেক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত || খুলনার খবর

    খুলনার খবর||খুলনায় জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন প্রেক্ষিত আলোচনা সভা আজ শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি উপমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষদের। দুর্যোগের ফলে দরিদ্র মানুষ কাজের সন্ধানে শহরমুখী হয়। এসব ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে অভিবাসন বন্ধ হবে।

    তিনি আরো বলেন, এলাকার অর্থনৈতিক উন্নয়নে সমাজের দায়িত্ববান মানুষ এবং স্থানীয় উদ্যেক্তাদের এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভুত পরিস্থিতিতে মানুষকে পরিবেশের সাথে খাপ খাওয়ানো এবং দুর্যোগ মোকাবেলায় বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণে আলোচকবৃন্দ তাদের সুপারিশ তুলে ধরেন।

    সভায় আরো উপস্থিত ছিলেন, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দীলিপ কুমার দত্ত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোস্তফা সরোয়ার, ফ্রোজেন ফুড এ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ রেজাউল হক, এফ আর জুট মিলসের পরিচালক শরিফ মোহাম্মদ ফাইকুজ্জামান প্রমুখ।

    জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন প্রেক্ষিতের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাকশন এইডের লীড-রেজিলিয়েন্ট এন্ড ক্লাইমেট জাস্টিস তানজির আহমেদ।
    আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহন করেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad