Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় পুলিশের বাধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড || খুলনার খবর

    খুলনার খবর|| গতকাল সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে  দলীয় কার্যালয়ের নিচে সমাবেশ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে নগর বিএনপির  যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ ৯ জন নেতাকর্মী আহত হয়েছে। এমনটাই অভিযোগ করেছে খুলনা বিএনপির নেতাদের।

    তবে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি, শুধু ধাওয়া দেওয়া হয়েছে। ওই ধাওয়া খেয়ে কার্যালয়ে উঠতে গিয়ে অনেকে পড়ে আহত হয়েছেন।

    স্বাধীনতা দিবসে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি সমাবেশের আয়োজ করে।

    খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল বলেন, পুলিশের লাঠিচার্জে বিএনপির ৯ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাবু, বটিয়াঘাটা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন, ৩১ নং ওয়ার্ডের সহ-সভাপতি বাবুল হোসেন গাজী, জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম, কাজী ফজলুল কবির টিটো, স্বেচ্ছাসবক দলের আলাউদদ্দিন তালুকদার, বটিয়াঘাটা থানা বিএনপির মোতাহার হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও নগর যুবদল নেতা শফিকুল ইসলাম শাহিন।

    এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, নির্বিচারে গুলি ও হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাযালয়ের সামনে সমাবেশ করার কথা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে যখন নেতাকর্মীরা শৃঙ্খলবদ্ধভাবে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন পুলিশ তাঁদেরকে বাঁধা দেয়। এসময় তিনিসহ দলের জ্যেষ্ঠ নেতারা পুলিশের সঙ্গে এবিষয়ে কথা বলতে চাইলে পুলিশ তাঁদের সঙ্গে অশোভন আচরণ করে। এরপরই পুলিশ তাঁদের নেতাকর্মীদের ওপর অতর্কিত লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয়।

    এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, অনুমতি না নিয়ে রাস্তা অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করছিল বিএনপি। এসময় তাঁদের রাস্তা ছেড়ে দিয়ে কার্যালয়ের মধ্যে গিয়ে সমাবেশ করার কথা বলা হলে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয় তখন পুলিশ তাঁদের ধাওয়া করে। এসময় তড়িঘড়ি করে ছোট সিড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad