Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২১' উদযাপন || খুলনার খবর

    খুলনার খবর|| মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২১' উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (২৬ মার্চ) খুলনার গল্লামারীতে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

    বাঙালী জাতির ইতিহাসে ১৯৭১ এর ২৬ মার্চ একটি গৌরবময় দিন। স্বাধীন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আহবানে দেশপ্রেমিক জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। তাঁদের প্রশংসনীয় বীরত্ব, অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। মহান সেই স্বাধীনতার আজ পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে। 

    জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগণের পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।অতঃপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি'র পুলিশ কমিশিনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনার রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad