Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনার সোনাডাঙ্গায় তৈরি হচ্ছে পাঁচতারকা হোটেল ‘রেডিসন' || খুলনার খবর

    ফাইল ছবি
    খুলনার খবর|| ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে তৈরি হচ্ছে রেডিসন হোটেল গ্রুপের হোটেল। ইতোমধ্যে বাংলাদেশে তাদের চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করেছে। খুলনা শহরের প্রাণকেন্দ্রে সোনাডাঙ্গা বাইপাসে ময়ূর নদীর পাড়ে দুই একর জায়গার ওপর নির্মান কাজ চলছে এ স্থাপনার।এখানে তৈরি হচ্ছে পাঁচতারকা হোটেল ‘রেডিসন’। রেডিসন হোটেল গ্রুপ ও গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের হোটেল ম্যানেজমেন্টের আওতায় এটি পরিচালিত হবে।


    গত বছরে ভারতের নয়াদিল্লিতে রেডিসন হোটেল গ্রুপ ও দি গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। এ সময় ছিলেন রেডিসন হোটেল গ্রুপের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ইমেরিটাস ও মুখ্য উপদেষ্টা কেবি কাচরু, গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক গাজী সেজান তানভীর।

    সুন্দরবন কেন্দ্রিক পর্যটন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য নতুন রেডিসন ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদী গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী সেজান তানভীর। তার কথায়, ‘খুলনা অদূর ভবিষ্যতে একটি বৃহৎ বাণিজ্যিক নগরীতে পরিণত হতে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু, খানজাহান আলী বিমানবন্দর, মোংলা বন্দরের সঙ্গে দক্ষিণবঙ্গ ও রাজধানী ঢাকার সংযোগ রেলসড়ক নির্মাণ সম্পন্ন হলে এবং মোংলা বন্দরের ইপিজেডকে কেন্দ্র করে খুলনা শহরের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

    খুলনায় তৈরি হতে যাওয়া পাঁচতারকা হোটেল রেডিসন আগামী ২০২৩ সালের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে। এতে থাকবে আন্তর্জাতিক মানের ১৫০টি কক্ষ, একাধিক খাবার ও পানীয় আউটলেট, বিশেষায়িত রেস্তোরাঁ, কফি শপ, সভা-সেমিনার করার অত্যাধুনিক হল রুমসহ একটি সুইমিং পুল।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad