Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ড্রেনের ময়লা কাঁদা রাস্তায়,দুর্ভোগের শেষ নেই এলাকাবাসির || খুলনার খবর

    খুলনার খবর|| মোঃ শরিফুল ইসলাম ||জলাবদ্ধতা ও মশার বিস্তার রোধ করতে খুলনা সিটি কর্পোরেশন যে পদ্ধতি অবলম্বন করেছে তাতে নগরবাসী উপকৃত হচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগী এলাকাবাসির দাবি, সিটি করপোরেশন ড্রেন থেকে ময়লা-আবর্জনা তুলে সড়কের পাশেই রাখে। পরে এটি আর সরিয়ে নেওয়া হয় না। ফলে বৃষ্টির পানির সঙ্গে পুনরায় ময়লা-আবর্জনা ড্রেনে চলে যায়।ময়লা আবর্জনা পরিষ্কারের এই পদ্ধতিতে কোনোভাবেই তারা উপকৃত হচ্ছেন না।পাশাপাশি রাস্তায় তোলা দুর্গন্ধযুক্ত কাদামাটির পাশ দিয়ে হেটে যাওয়া যায়না।পুরো রাস্তা জুড়ে এভাবে ময়লা ফেলে রেখে দুর্গন্ধের সৃস্টি হচ্ছে।বাচ্চারা এই রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যেতে পারেনা,বাজারে যেতে অসুবিধা হয়।সর্বপরি সোনাডাঙ্গা বাইশতলা (ডেলটা লাইফ টাওয়ারের) পাশদিয়ে চলাচলরত যানবাহনে সেই ময়লা সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ছে।

    এতে বরং জলাবদ্ধতা আগের মতোই থেকে যাচ্ছে। বরং এ কাজে সরকারের বিপুল পরিমাণ টাকা অপচয় হচ্ছে। আজ শনিবার নগরীর ডেলটা লাইফ টাওয়ারের পাশের গলি ঘুরে দেখা গেছে,সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন থেকে ময়লা তুলে এর পাশে সড়কের ওপরে রাখছেন। কর্মীরা ময়লা যে জায়গায় রাখছেন তা ড্রেনের খুব কাছাকছি। সামান্য বৃষ্টি হলে সহজেই এসব ময়লা-আবর্জনা আবার ড্রেনে চলে যাবে।এই এলাকারই অনেক জায়গায় রাখা ময়লা রোদে শুকিয়ে যেতে দেখা গেছে।

    স্থানীয়রা বলছেন, সিটি করপোরেশন এ ব্যাপারে যেন একেবারেই উদাসীন। পরিচ্ছন্নতা কর্মীদের ড্রেন পরিষ্কার পদ্ধতি দেখে মোঃ শরিফুল ইসলাম বলেন,কয়েকদিন আগে এখানকার ড্রেন পরিষ্কার করে ময়লা রাস্তায় রাখা হয়েছে।সেই ময়লা শুকিয়ে তার উপর দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করে ধুলোর সৃস্টি করেছে।এবং এই সমস্ত ধুলো আমাদের বাসা-বাড়িতে ঢুকে পড়ছে।

    এ ছাড়া মোটরসাইকেল,ছোটগাড়ি,ইজিবাইক দ্রুত চালিয়ে যাওয়ার সময় সড়কে রাখা ময়লা ছিটে পথচারীদের গায়ে লেগে জামা-কাপড় নষ্ট হয়। ড্রেনের ময়লা পরিষ্কার করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে। এগুলোতে এতো দুর্গন্ধ যে এলকাবাসীকে নাকে হাত দিয়ে চলাচলা করতে হয়। সংশ্লিষ্ট সেবা সংস্থার উচিৎ ড্রেন ও সুয়ারেজের ময়লা পরিষ্কার করে রাস্তায় না ফেলে দ্রুত তা সরিয়ে ফেলা।এভাবে ময়লা কাঁদা রাস্তায় ফেলায় এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad