খুলনার খবর || খুলনার ডুমুরিয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৩ মার্চ) সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পাট দপ্তরের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হোসেন আলী খন্দকার।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রানালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট দপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শাহানাজ পারভীন,পাট মন্ত্রনালয়ের উপ-সচিব গোপাল চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ দপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্হিত ছিলেন, মূখ্য পাট পরিদর্শক এ,এম আকতার হোসেন,পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ও মুজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়ীত্বে ছিলেন পাট দপ্তরের সহকারি প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান।
সভায় জানানো হয় উপজেলার প্রায় ২ হাজার ৮ শ পাট চাষীকে সরকারি প্রণোদনায় সার,বীজ প্রশিক্ষণ সহ অন্যান সহযোগীতা দেয়ার অংশ হিসেবে আজ ১০০ জন পাট চাষীকে প্রশিক্ষণ ও সার,বীজ দেয়ার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.