খুলনার খবর|| কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক খুঁটিতে মেরামত কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিলু মিয়া নামে এক লাইনম্যানের মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। গত (১১ মার্চ) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা সংলগ্ন মজিবুর রহমানের বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং খুঁটিতেই ঝুলে থাকেন। এ ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক, এজিএম মহিদুল ইসলাম মেহেদী, জুনিয়র প্রকৌশলী আরিফুল ইসলাম ও লাইনম্যান মনির হোসেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারণেই দিলু মিয়ার মৃত্যু হয়েছে। তাদের উদাসীনতায় জীবন গেল দিলুর। আমরা দোষীদের শান্তি চাই।
পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্বে অবহেলার কারণে গত বৃহস্পতিবার তাদের বরখাস্ত করা হয়। ডিজিএম (কারিগরি) রঞ্জন কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস।
তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত চলমান। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের কোনরকম ছাড় দেওয়া হবে না।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ নিশ্চিত না করেই লাইনম্যান দিলু মিয়াকে মেরামত কাজ করতে খুঁটির ওপরে উঠানো হয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি মিরপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের লাইন ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
এবিষয়ে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমীন বলেন, মিরপুর থানা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় দিলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতেই ঝুলে ছিলেন। এ অবস্থা দেখে তার সহকর্মী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে দালুকে বৈদ্যুতিক খুঁটি থেকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় মিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.