খুলনার খবর|| গতকাল শুক্রবার ( ১২ মার্চ )বিকাল ৫টায় খুলনার সিদ্দিকীয়া মহল্লায় ঐতিহ্যবাহী সিদ্দিকীয়া জামে মসজিদে ইকামাতে সালাত বাস্তবায়ন কমিটির উদ্যোগে ধারাবাহিক ভাবে ৪০ দিন তাকবীরে উলার সাথে জামায়াতে নামাজ আদায় কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি প্যানেল মেয়র আলী আকবার টিপু। বিশেষ অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি, দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সভাপতি ও চেম্বার অব কমার্সের সহ সভাপতি শেখ আসাদুর রহমান,বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম কাজল, সমাজসেবক এইচ এম রেজাউল করিম। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন সিদ্দিকীয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আসাদুজ্জামান। সঞ্চালনা করেন গোলাম রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সানি আলম, ফাহিম ফয়সাল, শামিম রোহান, মনিরুল ইসলাম, তানভীর ইসলাম, মো: সুমন প্রমুখ।
উল্লেখ্য ৪০ দিন তাকবীরে উলাসহ জামায়াতে নামাজ আদায় করেছে ৫১ জন। সর্বোমোট ১২৫ জনকে স্কুল ব্যাগ, জায়নামাজ, কুরআন শরীফ, ক্রেস্ট, নামাজ শিক্ষা, ইসলামী বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.