Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    শ্যামনগরে পূজা শেষ করে গোপালগঞ্জের পথে নরেন্দ্র মোদি || খুলনার খবর

    খুলনার খবর|| আজ শনিবার (২৭ মার্চ) সকালে হেলিকপ্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা থেকে সাতক্ষীরায় পৗেঁছেছেন।সেখানে সকাল দশটার দিকে সাতক্ষীরার ঐতিহাসিক যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণে যান নরেন্দ্র মোদি। সেখানে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রবেশ করেন মন্দিরের মূল অংশে। মন্দিরের ভেতর প্রায় দশ মিনিট সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী। অংশ নেন পূজা অর্চনায়। পালন করেন বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ। রীতি অনুযায়ী পূজা অর্চনা শেষে কয়েকদফা মন্দিরের মূল অংশ প্রদক্ষিণ করেন নরেন্দ্র মোদি।

    পরে আবার শুভেচ্ছা বিনিময় পর্বে অংশ নেন তিনি। প্রায় ৪৫ মিনিট সময় কাটিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
    সকাল ১১ টার কিছু আগে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। তিনি ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন।
    দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন। সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন।এবং সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad