খুলনার ৪ হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু-খুলনার খবর
খুলনার খবর// খুলনার ৪ হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে নগরীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ১জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৫ জুলাই) সকালে সংশ্লিষ্ট হাসপাতলের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।
ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন,নগরীর সোনাডাঙ্গার হাবিবুর রহমান (৮০), রাফেজা (৫৮), একই এলাকার সুভাষ (৮২), পাইকগাছা উপজেলার আব্দুর রউফ (৪৫) এবং যশোরের কেশবপুর উপজেলার আব্দুল জলিল খান (৫২)। এছাড়া ৫ জন উপসর্গে মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন নগরীর খানজাহান আলী থানার যোগীপোলের মমতাজ বেগম (৬০) ও বটিয়াঘাটা উপজেলার নওয়াপাড়ার হায়দার আলী (৭৫)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
গাজী মেডিক্যাল হাসপাতালের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন,খুলনা মহানগরীর টুটপাড়ার করপাড়া রোডের মোঃ আব্দুল্লাহ্ (৭৭), বয়রা এলাকার মোশাররফ হোসেন (৬৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরদার মোহাম্মদ আলী (৬৫) এবং চিতলমারী উপজেলার পুষ্প রাণী বালা (৮১)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনা মহানগরীর নিরালা এলাকার মো. ওয়াহিদুজ্জামান (৬৬)।
No comments
please do not enter any spam link in the comment box.