যশোর গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারকের নিকট থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার, আটক ১
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোষনগর গ্রামের নিজ বাড়ি থেকে প্রদীপ কুমার ঘোষ ওরফে সুশান্ত ঘোষ (৫১), নামের এক ব্যক্তিকে আটক করেছে যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা।
এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা প্রতারক এর নিকট থেকে নগদ ১ (লক্ষ) ৯৭ (হাজার) টাকা উদ্ধার করেন। আটককৃত প্রতারক সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোষনগর গ্রামের সুবোধ ঘোষের ছেলে বলে জানা যায়।
মামলা সূত্র থেকে জানা যায়, প্রতারক প্রদীপ কুমার ঘোষ ওরফে সুশান্ত ঘোষ, নিজের ফেসবুক আইডিতে জার্মান প্রবাসী পরিচয় দিয়ে জমি ক্রয়ের কথা বলে। মনিরামপুর উপজেলার কাটাখালি সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রাণী দাসকে প্রতারণার ফাঁদে ফেলে তার নিকট থেকে প্রতারক প্রদীপ কুমার ঘোষ ওরফে সুশান্ত ঘোষ, ২০২১ সালের বিভিন্ন তারিখ ও সময়ে ক্যাশে ও বিকাশে এবং চেকের মাধ্যমে ২০ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। নিজেকে সৌমদীপ ঘোষ নামে পরিচয় দিয়ে প্রতারনার ফাঁদ পাতে প্রতারক। এবং জমির দলিল তৈরী করার নামে প্রধান শিক্ষিকার এনআইডি কার্ডের ফটোকপি-২, পাসপোর্ট সাইজের ছবি-৩, নন-জুডিশিয়াল ব্ল্যাংক স্ট্যাম্প স্বাক্ষরিত, স্বাক্ষরিত ব্ল্যাংক চেকের ৩ টি পাতা নিয়ে যায় ওই প্রতারক প্রতারকের হাতিয়ে নেওয়ার টাকা ও স্বাক্ষরিত খালি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প, স্বাক্ষরিত চেকের ৩ টি পাতা, এনআইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি উদ্ধারের চেষ্টা করিয়া ব্যর্থ হয়। এক পর্যায়ে রিতা রানী দাস ৩ এপ্রিল ২০২১ যশোর কোতয়ালি থানায় হাজির হয়ে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শ কাতর হাওয়া যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মামলাটির তদন্তের ভার দেন যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাসের উপর।
যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সৌমেন দাস, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, ৩ এপ্রিল যশোর কোতয়ালি মডেল থানায় মামলাটি রঞ্জু করার পর যশোর জেলার পুলিশ সুপার স্যার আমাকে মামলাটি তদন্তের ভার দেন। আমি গোপনে সরোজমিনে তদন্ত করে জানতে পারি ঘটনাটি সত্য। এরপর আমি প্রতারক আসামির অবস্থান পর্যবেক্ষণ করি। যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের চৌকস টিমের সদস্য পুলিশ পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার, এসআই মোঃ মফিজুল ইসলাম, এসআই চন্দ্র কান্ত গাইন, এসআই মোঃ শামীম হোসেনকে, ৪ জুন রবিবার রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোষনগর গ্রামে অভিযানে পাঠানো হয়। সেখানে অভিযান চালিয়ে প্রতারক প্রদীপ কুমার ঘোষ ওরফে সুশান্ত কুমার ঘোষকে আটক করা হয় এ সময় আটক প্রতারকের কাছ থেকে আত্মসাৎ করা ১ (লাখ) ৯৭ (হাজার) টাকা উদ্ধার করা হয়। প্রতারকের হেফাজত থেকে প্রধান শিক্ষিকার এনআইডি কার্ডের ফটোকপি-২, পাসপোর্ট সাইজের ছবি-৩, নন-জুডিশিয়াল স্বাক্ষরিত ব্ল্যাংক স্ট্যাম্প, স্বাক্ষরিত ব্ল্যাংক চেকের পাতা ৩ টি উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
No comments
please do not enter any spam link in the comment box.