Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    করোনাভাইরাসে জীবিকা পরিবর্তন লাল সবুজের পতাকা পড়ে মাস্ক বিক্রয় করেন মনা ভাই

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরের জেলা শহরে কোভিড-১৯ থেকে রক্ষা করতে লাল সবুজের পতাকা পরে মাঠে আছে মাস্ক বিক্রেতা শামীম আহমেদ মনা। 

    সততাকে মূলধন বানিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তাহলে নিশ্চই সাফলতা আসবেই। যশোরের বকচর হুশতলা গ্রামের এই ব্যক্তি মনা।পুঁজি বলতে একমাত্র সেলাই মেশিন ছাড়া আর কিছুই নেই।

    তিনি পেশায় ছিলেন একজন পোশাক কারিগর (দর্জি)।পরিবারের ৪ সদস্য নিয়ে গড়ে ওঠা সংসার। স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুদের পোশাক নিজ হাতে তৈরি করা স্কুল ড্রেস, প্যান্ট, জামা, ফতুয়া বিক্রির উপার্জিত অর্থ দিয়েই মোটামোটি সংসারটা ভাল ভাবে চলতো।

    এরই মধ্যে ২০১৯ সালের শেষের দিকে করোনা ভাইরাসের সংক্রমণের উৎপত্তি দেখা যায় এবং দেশে শুরু হয় টানা লকডাউন। আর এই লকডাউনের মধ্যে তার ব্যবসায় ভাটা পড়ে। তিনি কি করবেন ? কি করে তার সংসারের হাল ধরবেন এটা নিয়েই দিশেহারা হয়ে যান। সংসারে অভাব-অনটন যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে যায়।

    নুন আনতে পানতে ফুরায় অবস্থা তার। এভাবেই জীবন-জীবিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে।এরমধ্যে ২০২০ সালের শুরু থেকেই নেমে পড়েন নতুন এক ব্যবসায়। করোনা প্রতিরোধ সামগ্রী বিক্রির ব্যবসা।এই ব্যবসায় তার নিজের এবং সেই সাথে দেশের মানুষেরও উপকার হয়।ব্যবসায়ের নতুন পদ্ধতি হিসাবে বাংলাদেশের পতাকার রঙের লাল সবুজ কাপড় দিয়ে নিজের তৈরি করা পোশাক পরিধান করে যশোর জেলার ঝিকরগাছা উপজেলাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জে পায়ে হেঁটে করোনা ভাইরাস থেকে সচেতন করতে বাজারের কেনা ও নিজের তৈরী করা মাস্ক বিক্রয় করে চলেছেন।

    তিনি বাজারের কেনা মাস্ক ৫পিচ ১০টাকা এবং নিজের তৈরি করা মাস্ক প্রতি পিচ ১০ টাকা হারে বিক্রয় করেন। সারদিন মাস্ক বিক্রয় করা পরে দিনশেষে লাভের ৬০০ টাকা উপার্জন করেন তিনি। চলতে পথে সে যদি কোন ব্যক্তির মুখে মাস্ক না দেখেন তাহলে সেই ব্যক্তির পকেটে টাকা না থাকলেও তিনি বিনামূল্যে মাস্ক দিয়ে দেন। 

    মাস্ক বিক্রেতা শামীম আহমেদ মনা জানান, আমি গরিব মানুষ ভাই। আমি তো মহামারী করোনা ভাইরাসের সময় কারো পাশে থাকতে পারবো না। তবুও আল্লাহর অশেষ রহমতে আমি জনসেবা মূলক কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। যে কাজ করে মানুষের পাশে থাকা যায় এবং সবার ভালবাসা পাওয়া যায় এমন কাজ বর্তমানে ক’জন ব্যক্তি করে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad