Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় টিসিবির পন্য বিক্রয় শুরু,চলবে ২৯ জুলাই পর্যন্ত- খুলনার খবর


    খুলনার খবর// খুলনা মহানগরীর ১০টি পয়েন্টে প্রতিদিন সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।


     গতকাল সোমবার (৫ জুলাই) থেকে শুরু হয়ে টিসিবির এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত।গত রোববার (৪ জুলাই) টিসিবির খুলনা আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ট্রাকে ৮০০ লিটার সয়াবিন, ৫০০ কেজি চিনি ও ৪০০ কেজি মশুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা এবং চিনি ৫৫ টাকা ও ডাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি করবেন ডিলাররা।জনপ্রতি চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও চার লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।  

    নগরীর যেসব পয়েন্টে টিসিবির পন্য পাওয়া যাবে সেগুলো হলো, গল্লামারী, এমএ বারী সড়ক, নিরালার মোড়, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা কলেজিয়েট গার্লস কলেজ এন্ড স্কুল, জাতীসংঘ শিশুপার্ক, সোনাডাঙ্গা মদিনা মসজিদ, দৌলতপুর শহীদ মিনার, শিরোমনি বাজার ও খালিশপুর লাল হাসপাতাল মোড়।

    এছাড়াও পর্যায়ক্রমে ৩৫টি পয়েন্টে ঘুরে ঘুরে ট্রাক সেলে পণ্য বিক্রি হবে। একই স্থানে প্রতিদিন বিক্রি করা হলে অন্য এলাকার মানুষ এই সুবিধা পাবে না, সে জন্য নগরীর ৩৫টি পয়েন্টে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার থেকে এই কর্যক্রম শুরু হয়ে আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে। এরমধ্যে ঈদের পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad