অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী ও নিসচার যশোর জেলা সভাপতি আজাদের ইন্তেকাল
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি।। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী ও নিরাপদ সড়ক চাই আন্দলোনের যশোর জেলা সভাপতি সাদিকুর রহমান আজাদ (৪৪) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার (২ জুন) গভীর রাতে খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। তার নামাজের জানাযায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উর্ধতন কর্মকর্তা সহ চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নিরাপদ সড়ক চাই আন্দলোনের জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সংষ্কৃতিক অংগনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাদিকুর রহমান আজাদের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল সহ আরও অনেক নেতৃবৃন্দ।
সাদিকুর রহমান আজাদ সারাজীবন নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে গেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.