খুলনায় আগামিকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- খুলনার খবর
খুলনার খবর|| খুলনায় আগামিকাল শনিবার (৫ জুন) বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি বাস এবং সিটি মেইন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নতুন একটি ১১ কেভি ফিডার চালু করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিক্রয় ও বিতরন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামিকাল শনিবার (০৫ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গল্লামারী-লবনচরা ৩৩ কেভি ফিডার ও এর আওতাধীন সকল ১১ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো- রূপসা ট্রাফিক মোড়, নতুন বাজার চড়, রূপসা ঘাট, রূপসা স্ট্যান্ড রোড, মাষ্টার পাড়া, শিপইয়ার্ড রোড, পাকার মাথা, বান্দা বাজার, ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড. আমতলা মন্দির, আমতলা, ক্ষেত্রখালি, মোল্লাপাড়া, লবনচরা থানা, গিফারিপাড়া মসজিদ,পূর্ব মোহাম্মদ নগর, দক্ষিণ হরিনটানা, আশিবিঘা, জিন্নাহপাড়া, চানমারী, খ্রিষ্টান পাড়া, মতিয়াখালি, মুজাহিদপাড়া, মোল্লাপাড়া, আল-আমিন সড়ক, মোহাম্মদিপাড়া, রূপসা ব্রিজ সংলগ্ন এলাকা, মোক্তার হোসেন রোড, র্যাব-৬, মাথাভাঙ্গা, পুটিমারি, রায়পাড়া, বোখারিপাড়া এবং তদসংলগ্ন এলাকা।
এবং একই দিন বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নতুন বাজার ও বাগমারা ১১ কেভি ফিডারের দেবেন বাবু রোড, ফরাজী পাড়া, কে আলী রোড, আলিয়া মাদ্রাসা, টুটপাড়া কবরখানার মোড়, বাবু খান রোড, মিয়াপাড়া, কেএমপি ভবন ও আশপাশ এলাকা, ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রপাড়া, সোনামনি স্কুল ও তদ সংলগ্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
No comments
please do not enter any spam link in the comment box.