খুলনায় প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপন
খুলনার খবর// খুলনায় হোটেল সিটি ইনের পাশে সরকারিভাবে স্থাপন করা হলো মহানগরীর প্রথম ফায়ার হাইড্রেন্ট।গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নগরীর প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি বলেন, খুলনার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে আরও ৫০টি ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে। আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে অনেক দূর থেকে পানি আনতে হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ করা সম্ভব হবে। একই সাথে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী।
No comments
please do not enter any spam link in the comment box.