Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটায় লকডাউনের দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং অব্যহত- খুলনার খবর

    বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনের দ্বিতীয় দিনে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী,থানা পুলিশ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন বাজার মনিটরিং অব্যহত রয়েছে ।

    এসময় লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ,মাস্ক বিহীন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি অমান্যকারীকে আইনের আওতায় এনে জরিমানা আদায় অব‌্যহত রেখেছে।

    পাশাপাশি চেকপোস্ট বসিয়ে গাড়ীর ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র যাচাই বাছাই করে মামলা দায়ের করা হয়েছে।এসময় বাজার সদর, মল্লিকের মোড়,চক্রাখালী ও সাছিবুনিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালাল , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল,এস আই মোঃ কদ্দুস ও সেনা বাহিনীর সদস্যবৃন্দ ।

    এসময় ৩ জন দোকানকে নো মাস্ক,নো এন্ট্রী না লেখায় ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা আদায় করেন । 

    এব্যাপারে উপজেলা করোনা ভাইরাস মোকাবেলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি বলেন সরকারি আদেশ অমান্যকারীকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না । তিনি সরকারের স্বাস্থ্য বিধি মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দেন এবং মাস্ক ব্যবহার করে নিজে বাঁচুন ও পরিবারকে বাঁচাতে সাহায্য করুন ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad