খুমেক আরটি পিসিআর ল্যাব দূষিত হওয়ার কারণে ৩ দিনের জন্য করোনার নমুনা পরীক্ষা বন্ধ
খুলনার খবর// খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) আরটি পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ার কারণে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা।১ জুলাই বৃহস্পতিবার থেকে আগামী ৩ দিনের জন্য বন্ধ থাকবে এই ল্যাবটি। এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষার প্রয়োজন হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাবে পাঠানো হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।
জানা গেছে,গত ৩০ জুন বুধবার নমুনা পরীক্ষা করতে গিয়ে বিষয়টি ধরা পড়ার পর কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত নেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি এবং খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ল্যাবটি বন্ধ থাকলেও আগে থেকেই মজুত থাকা প্রায় ২ হাজার নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার থেকে যেসব নমুনা সংগ্রহ করা হবে সেগুলোও এ ল্যাবে এই ৩ দিনে পরীক্ষার সুযোগ থাকছে না। তবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অবস্থান করা রোগীদের মধ্যে যাদের পরীক্ষার প্রয়োজন হবে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হবে।
ডা. মেহেদী নেওয়াজ বলেছে, পিসিআর ল্যাবে পরীক্ষা স্বাভাবিক রাখতে হলে প্রতি মাসে অন্তত ১ বার করে দূষণমুক্ত করা উচিত। কিন্তু খুমেকের পিসিআর ল্যাবটি চালুর পর কখনই এমনটি করা হয়নি। কেননা ১ বার দূষণমুক্ত করতে হলে অন্তত ২’দিন ল্যাব বন্ধ রাখতে হয়। এমনিতেই এ ল্যাবে প্রচুর চাপ ছিল। যে কারণে মাসে ২’দিন বন্ধ রাখা সম্ভব ছিলনা। কিন্তু বুধবার প্রায় সাড়ে ৫শ’র মতো নমুনা পরীক্ষার সময়ে দেখা যায় সবগুলোই পজিটিভ। এরপর পরীক্ষা-নিরীক্ষার করে ল্যাবটি দূষিত হয়েছে বলে প্রমাণিত হয়।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খুমেক’র পিসিআর ল্যাব বন্ধ থাকলেও খুলনাসহ জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এন্টিজেন পরীক্ষা যথারীতি চালু থাকবে। আর ল্যাব দুষণমুক্ত হলে পূণরায় পরীক্ষা শুরু করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.