যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে ৬ হাজার লিটার হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন উদ্বোধন
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামান এই হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন প্লান্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
যশোরে দীর্ঘ প্রতীক্ষার পর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে ৬ হাজার লিটারের হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার চালু হয়েছে। হাইফ্লো ন্যাজাল ক্যানুলা প্লান্ট চালুর ফলে অক্সিজেন সরবরাহে সমস্যা হবে না বলে উর্দ্ধতন কর্মকর্তারা মনে করছেন।
যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামান বলেন,হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেনের অভাবে হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোগীদের কষ্ট করতে হচ্ছে। আবার অনেক করোনা ভাইরাস সংক্রমণ রোগের রোগী অক্সিজেনের অভাবে মারাও গিয়েছে। এ ছাড়াও অনেক রোগী অক্সিজেন পাওয়ার আশায় ঢাকা ও খুলনা গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আক্তারুজ্জামান আরও জানান, দীর্ঘ ১ বছরেরও বেশি সময় আগে হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি অবশেষে সব পরিকল্পনার অবসান ঘটিয়ে হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন চালু হয়েছে
যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফ আহম্মেদ জানান যশোরে করোনা ভাইরাস সংক্রমণ রোগীর দিন দিন অতিমাত্রায় বৃদ্ধির কারণে হাসপাতালে অক্সিজেন চাহিদার ঘাটতি দেখা দেয় প্রতিনিয়ত। বিভিন্ন সময় কয়েক বার বিভিন্ন কাগজপত্র চালাচালি করে ওয়ার্ডে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন পাইপলাইনের কাজ শুরু হয়। এ কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বর মাসে।
এরপরে চলতি মাসের ৪ জুন শুক্রবার থেকে ওই অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে স্থাপনের কাজ শুরু হয়। বিভিন্ন অফিসিয়াল কাজ শেষে ২৯ জুন মঙ্গলবার হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন সরবরাহ করা হয়েছে।
এ ব্যাপারে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিপো ইনচার্জ ও ইঞ্জিনিয়ার মিলটন হোসেন জানান,হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শেষ করে গত মঙ্গলবার সকালে প্লান্টের সিলিন্ডারে ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন লিকুইড ভরা হয়েছে। যা দিয়ে ৬ হাজার কিউবিক মিটার অক্সিজেন উৎপাদন করতে সম্ভব।
এ ব্যাপারে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখক্তারুজ্জামন, জানান হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন চালুর ফলে করোনা ভাইরাস সংক্রমণ রোগীদের দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে। সকল ওয়ার্ডে সব বেডের পাশে এই হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেনের রেগুলেটর থাকবে। যে রোগীর যখন প্রয়োজন হবে তাকে তাৎক্ষণিক সে সময় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এই অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি হাসপাতালে ৪৮ টি বড় ও ৩২৫ টি ছোট সিলিন্ডারের সাথে সাজেদা ফাউন্ডেশনের ১ শতটি বড় সিলিন্ডার রয়েছে প্রয়োজন অনুযায়ী এই সিলিন্ডার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন।
No comments
please do not enter any spam link in the comment box.