শ্যামনগরে উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত লোকালয় || খুলনার খবর
খুলনার খবর||পরিতোষ কুমার||আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী, পশ্চিম দূর্গাবাটী ও টুঙ্গিপাড়ায় প্রায় ৩৫০ টি পরিবার পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি বসতভিটা পানিতে ডুবে গিয়েছে।শতকরা ৯০ পিট ল্যাট্রিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ১২ টি মিষ্টি পানির বড় পুকুর নষ্ট হয়েছে। এসব গ্রাম গুলোতে সুপেয় পানির চরম সংকট দেখা দিয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.