ইছামতি প্রতিবন্ধী কল্যান সংস্থার মাঝে শীত বস্ত্র বিতরণ
এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা// ইছামতি প্রতিবন্ধী কল্যান সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার আবিদা সুলতানা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক।
এতে সভাপতিত্ব করেন ইছামতি প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি ও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের প্রাধান শিক্ষক রবিউল ইসলাম, ৩নং ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রপ্ত চেয়ারম্যান খান সেলিম,অবসার প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাকা মোল্যা,অবসার প্রাপ্ত সেনা মনজুরুল আলম,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এস এম বাইজিদ ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুরুল আলম,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল চৌধুরি,আনিছুর রহমান,উজ্জাল শেখ,নাদিরা খানম, উদ্দ্যোক্তা আরিফুজ্জামান বুলু ,কাজী আশিকুজ্জামান লিটন,ছাগলাদাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি রোকন উদ্দিন ছকাতী,ইছামতি প্রতিবন্ধী কল্যান সংস্থার সদস্য ,সাইফুল ইসলাম,আদরি খাতুন,রিমা খানম,দুলাল শেখ,আকবর আলী মীর প্রমূখ।
No comments
please do not enter any spam link in the comment box.