Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় অল্পের জন্য বেঁচে গেলেন যুবলীগ নেতা শাওন

    শরিফুল ইসলাম// খুলনায় অল্পের জন্য বেঁচে গেলেন যুবলীগ নেতা শাওন।গতকাল রাতে সন্ত্রাসীরা দু’টি মোটরসাইকেলে ৬ জন মুখোশ পরে তাকে হত্যার উদ্দেশ্য প্রথমে গুলি করে, পরে তিনটি বিস্ফোরণ ঘটায়।বয়রা মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।সেখানকার স্থানীয় জনতা এক যুবককে অস্ত্রসহ আটক করে।পরে পুলিশ এসে বিদেশী একটি পিস্তল ও একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করে।

    গতকাল রবিবার (১৬ জানুয়ারি) রাতে বয়রা মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয় তাকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


    নগরীর ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন জানান, সন্ত্রাসীরা দু’টি মোটরসাইকেলে ৬জন মুখোশ পরে তাকেই হত্যার উদ্দেশ্য প্রথমে গুলি করে, পরে তিনটি বিস্ফোরণ ঘটায়। তবে সামান্যের জন্যে প্রাণে বেঁচে যান তিনি।


    খালিশপুর থানার এস আই রেজওয়ান আহম্মেদ জানান, রবিবার সন্ধ্যার পর বয়রা এলাকায় ডিউটিতে ছিলাম। মাগরিবের পর পরই একটি ফাঁকা গুলির শব্দে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানকার স্থানীয় জনতা ওই যুবককে অস্ত্রসহ আটক করে রাখে। সেখানে থেকে বিদেশী একটি পিস্তল ও একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি দেখে জ্ঞান হরিয়ে ফেলে সে।


    শাওন আরও জানান, তার পিতা, বড় ভাইকেও নিমর্মভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এঘটনার আগেও তাকে দুইবার হত্যা প্রচেষ্টা করেছিল সন্ত্রাসীরা।

    ঘটনাস্থলে কেএমপিসহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad