Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আগামী ১৮'ই জানুয়ারী মোংলা বন্দের ১৩২'টি গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে

    অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃমোংলা কাস্টমস হাউসের অধীনে বন্দর জেটিতে রহ্মিত আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২'টি গাড়ি'সহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ জানুয়ারী। 

    আজ বুধবার (১২ই জানুয়ারী ) বিষয়টি নিশ্চিত করে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মেঃ আবু বাসার সিদ্দিকী বলেন, আগামী ১৮ জানুয়ারী বিভিন্ন মডেলের ১৩২'টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। ৩২'টি লটে এসব নিলাম অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারী  দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গত ৫ জানুয়ারী এ নিলাম আহ্বান করা হয়।

    মোংলা কাস্টমস কর্তৃপহ্ম সূত্রে জানা যায়, নিলামে অংশ নেওয়া ব্যক্তিকে নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স আল - আমিন ট্রেডার্সের মোহাম্মদপুর ( মেসার্স আল - আমিন ট্রেডার্স, টাউন হল সুপার মার্কেট, ২'য় তলা, রুম নং - ৫৭, মোহাম্মদপুর ঢাকা - ১২০৭)  থেকে ২০০ টাকা ( অফেরতযোগ্য) থেকে দরপত্র ক্রয় করতে হবে। আগামী ১৬ জানুয়ারী দুপুর ১'টা পর্যন্ত মোংলা কাস্টমস হাউস,  খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,  ঢাকা দহ্মিন কাস্টমস,  এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম কাস্টমস হাউসে রহ্মিত দরপত্র দাখিল করতে পারবেন।  এরপর ১৮'ই জানুয়ারী দরপত্র খোলা হবে।

    তিনি আরও বলেন, নিলামে অংশগ্রহনকারী ব্যক্তির হ্মেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠানের হ্মেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন সনদ ও হালনাগাদ আয়কর সনদের সত্যায়িত ফটোকপি'সহ যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রস্তাবিত মূল্যের ন্যূনতম ১০ শতাংশ হারে মোংলা কাস্টমস হাউসের অনুকূলে পে - অর্ডার দাখিল করতে হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad