Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মাদকদ্রব্যে সয়লাব অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের বিভিন্ন কর্ণারে

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি //যশোর অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের সয়লাব । হতাশায় অভিভাবক ,ব্যর্থ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বিপাকে পড়ছে পথচারী ,দেখার কি কেউ নাই প্রশ্ন সাধারণ মানুষের।।

    গত ১৮ ডিসেম্বর অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নির্মূল, সন্ত্রাস দমন ,পুলিশিং সেবা একমাত্র পুলিশের দায়িত্ব ও কর্তব্য। পুলিশ সুপার খ সার্কেল যশোর জনাব মুকিত সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন। অনুষ্ঠানে আরও অভয়বাণী দেন ,অভয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব এম এ শামীম আহমেদ। কিছুদিন যেতে না যেতেই অপরাধের মাত্রা বেড়েই চলেছে ।অভিযোগ দায়গ্ৰস্ত অভিভাবকদের, পথচারীদের, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষের।

    সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া, মাদকদ্রব্য কেন্দ্র করে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা ।কেউ হারাচ্ছে মোটরসাইকেল, কেউ শিক্ষা প্রতিষ্ঠান বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে জনপ্রতিনিধির কাছে মার খাচ্ছে ,কেউবা চড় থাপ্পর মারছে ইজিবাইক চালককে।

    নাম প্রকাশ না করার শর্তে সূত্র থেকে জানা যায় মদ, গাজা, ইয়াবা , হেরোইনসহ নেশাদ্রব্য খাচ্ছে ১০ থেকে ২৫ বছরের যুবক। তারমধ্যে কিছু ছাত্র জড়িত । এদের কে নিয়ন্ত্রণ করছে ধরাছোঁয়ার বাইরে থেকে । তারা সমাজের কাছে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকা ভালো মানুষ। তবে কয়েকবার পুলিশের কাছে ধরা খেয়ে জেল হাজত খেটেছে।

    সূত্রটি আরো জানায় যে সমস্ত স্থানে ক্রয়-বিক্রয় হচ্ছে দেদারছে, ইছামতির গলাচিপার মোড়, নাউলী বাজার ইউনিয়ন পরিষদের পাশে, ধূলগ্ৰাম দিঘীরপাড় বটতলায়, ধূলগ্রাম সুইচগেট, সুলতানের মোড়,উল্লেখযোগ্য। ইয়াবা বিক্রয় হচ্ছে ৩০০/= থেকে ৫০০/= টাকা । তবে চাহিদা বুঝে দাম । এ থেকে পরিত্রাণ পেতে চাই সকলে । হস্তক্ষেপ কামনা করছে জনপ্রতিনিধিদের কাছে, প্রশাসনের কাছে ,সমাজের বিবেকবান মানুষের কাছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad