ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার
সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি //খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গতকাল থানার সাহস-নোয়াকাটি বাজার থেকে জুয়া খেলারত অবস্হায় সাবেক ইউপি মেম্বর নুর মোহাম্মদসহ ৩জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ (৮ জানুয়ারি) শনিবার সকালে সাহস-নোয়াকাঠী বাজারে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্হায় সাহস-কুমারঘাটা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বর নুর মোহাম্মাদ মোড়ল (৪৫),উলা দক্ষিণ পাড়া গ্রামের সাঈদ শেখ(২৭) এবং সাহস ঘোষগাতি গ্রামের অর্জুন গাইন(২৫)কে গ্রেপ্তার করে।
এ সময় ধৃত জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস,নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ হামিদুল ইসলাম জানান, ধৃত জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.