ডুমুরিয়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
সরদার বাদশা, নিজস্ব প্রতিনিধি// বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে খুলনা ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় আজ সকালে ১০টাসময় (৪জানুয়ারি) কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহব্বায়ক গোবিন্দ ঘোষ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন,,কাজী মেহেদী হাসান রাজা,সরদার কবিরুল ইসলাম,শেখ আসাদুজ্জামান মিন্টু,কামরুজ্জামান কামরুলসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের,ও বিভিন্ন কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়, বিশেষ করে চুকনগর কলেজে অনুষ্ঠানটি জাঁকজমকভাবে পালন করেন চুকনগর কলেজ ছাত্রলীগ।
No comments
please do not enter any spam link in the comment box.