নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি //নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা পরিষদ কর্তৃক আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা, বর্ষবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উদীচী শিল্পী গোষ্ঠির সহযোগিতায় প্রেসক্লাবের অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান সুনীল দাস, সদস্য এসএম ফারুক আহমেদ এবং সদস্য এসএম আবিদ হাসানের উপস্থিতিতে নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারন সম্পাদক মোজাফ্ফর আহমেদ সহ প্রেসক্লাবের সকল কর্মকর্তাদের কে পরিচয় করে দেন।
এসময় প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয় অভয়নগর উপজেলা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। নির্বাচন পরিচালনা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে খুলনা বেতারসহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় সংগীতে বিশেষ অবদান রাখায় নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শক্তি বর্মণ ও শ্রাবন্তী মল্লিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.