না ফেরার দেশে চলে গেলেন লোহাগড়া থানার এস আই রফিকুল ইসলাম
মোঃ আলমগীর হোসেন লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ঃ লোহাগড়া থানায় সদ্য যোগদানকারী এসআই রফিকুল ইসলাম মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন রাজিউন ) । গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে রফিকুল ইসলাম লোহাগড়া থানায় যোগদান করেন এবং 'সেকেন্ড অফিসার' হিসেবে দায়িত্ব পালন করে অল্প দিনের মধ্যে প্রশাসনসহ স্থানীয় শ্রেণী পেশার মানুষের প্রিয় মুখে পরিণত হন। এর আগে রফিকুল নড়াইল গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ইউনিটে কর্মরত ছিলেন। রফিকুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। শনিবার সকালে রফিকুল ইসলাম অসুস্থ্য বোধ করেন। দুপুরের পর তার অসুস্থতা বেড়ে গেলে বিকালে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসআই রফিকুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, দু'সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ আবু হেনা মিলন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে যান। আকস্মিক এসআই রফিকুল ইসলামের মৃত্যুতে পুলিশ প্রশাসনসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় , লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ আবু হেনা মিলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
No comments
please do not enter any spam link in the comment box.